তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৬ সালে। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ ছিল তার। জাতীয় দলে একসময় নিয়মিত হলেও বাজে ফিল্ডিং ও শৃঙ্খলাজনিত কারণে হঠাৎ করে দল থেকে বাদ পড়তে হয় তাকে। বলছিলাম ডানহাতি পেসার আল আমিনের কথা।
দীর্ঘ ৪ বছর পর ভারত সফর দিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন আল আমিন। ভারতের বপক্ষে সিরিজেই তার সামনে রয়েছে মাশরাফি বিন মুর্তজা ও আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
৫৪ ম্যাচে ৪২ উইকেট নিয়ে মাশরাফি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। আর ৩৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্পিনার রাজ্জাক। ২৫ টি-টোয়েন্টিতে ৩৯ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন আল আমিন বাদ।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে মাত্র ৪ উইকেট তুলে নিতে পারলে মাশরাফিকে আর ৬ উইকেট নিতে পারলে রাজ্জাককে ছাড়িয়ে যাবেন আল আমিন। তাহলে তিনি চলে আসবেন তালিকার তিন নম্বর স্থানে। এই তালিকার প্রথমে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৬ ম্যাচে তার শিকার ৯২ উইকেট। আর দুইয়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি ৩৪ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ