তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
পরিসখ্যানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে স্বাগতিক ভারত। এর আগে টি-টোয়েন্টির ৮ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ- ভারত। সবগুলো ম্যাচেই জয় পায় বিরাট কোহলিরা। মুশফিক-মাহমুদউল্লাহরা সেই পরাজয়ের বৃত্ত ভাঙবেন এমন প্রত্যাশাই করছেন টাইগার সমর্থকরা।
এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে মোহাম্মদ নাঈমের। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান ছিলেন। আর ভারতের জার্সিতে অভিষেক হয়েছে শিবম দুবের।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।
বিডি প্রতিদিন/আরাফাত