আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন তার মেয়ে। তবে তার সেই উদ্বেগ সত্য নয় বলে জানিয়েছেন ম্যারাডোনা। তিনি তার সম্পত্তির ভাগ পরিবারকে দেবেন না বলেও জানিয়েছেন। ইউটিউবে এক ভিডিওতে ৫৯ বছর বয়সী এ বিশ্বকাপজয়ী ফুটবলার জানিয়েছেন, তিনি তার সব সম্পত্তি দান করে যাবেন।
ভিডিওতে তিনি বলেছেন, আমি সবাইকে বলতে চাই আমি মোটেও মারা যাচ্ছি না। আমি কাজ করে যাচচ্ছি যে কারণে আমি শান্তি ঘুমাই। যখন আপনার বয়স হবে তখন মানুষ 'আপনি কত পরিমাণ সম্পদ রেখে যাচ্ছেন' তা নিয়ে উদ্বিগ্ন থাকে। আপনি কী করছেন তা নিয়ে চিন্তা করেন না। আমি সবাইকে বলে যেতে চাই পরিবারের জন্য আমি কিছুই রেখে যাবো না। সারা জীবন ধরে যা উপার্জন করেছি সবকিছু দান করে যাব।
ম্যারাডোনার মেয়ে ও ফুটবলার সার্জিও আগুয়েরোর সাবেক স্ত্রী জিয়ান্নিনা (৩০) পিতার স্বাস্থ্য নিয়ে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার পিতা ভেতর থেকে মরে যাচ্ছেন বলেও তিনি দাবি করেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা