দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে মুশফিকরা। এবার রাজকোটে স্বাগতিক দলকে হারাতে পারলেই নতুন ইতিহাস গড়ে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যাবে। তবে সতর্ক টাইগার শিবির। এমনটাই জানালেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।
প্রথম ম্যাচে অনায়াস জয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। কিন্তু এই প্রত্যাশার চাপই সব পাল্টে দিতে পারে। এজন্যই রাজকোটে ভারতের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের আফিফ বললেন, ‘আমরা সিরিজ জয় কিংবা হার নিয়ে ভাবছি না। আমরা শুধু আমাদের কাজ নিয়ে ভাবছি। পরে কী হবে তা নিয়ে চিন্তা করতে চাই না।’
সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় স্বাগতিক ভারতের ওপর বাড়তি চাপ ভর করেছে কিনা এমন প্রশ্নের জবাবে আফিফের ঝটপট উত্তর, ‘ভারত চাপে আছে কিনা আমি জানি না, কিন্তু প্রথম ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে একথা বলতে পারি।’
আফিফ আরও বলেন, ‘আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো এবং আমাদের অধিনায়কের বার্তা ছিল আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলার। তিনি (ডমিঙ্গো) সবসময় আমাদের খোলা মনে খেলতে বলেন এবং খেলোয়াড়দের চাপমুক্ত হয়ে খেলতে পারার এটাই কারণ।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ