তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় পাকিস্তানের ১৫১ রানের টার্গেট স্টিভেন স্মিথের অর্ধশতকের ওপর ভর করে টপকে যায় অজিরা। সাবেক এই অজি অধিনায়ক এক ছক্কা এবং ১১ চারের সাহায্যে ৫১ বলে ৮০ রানের হার না মানা ইনিংস খেলেন। এই জয়ের ফলে টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ৫ ম্যাচে ৪ জয় পেলে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের উল্টো চিত্র। শেষ ৫ ম্যাচে ৪ হার। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। আসছে শনিবার পার্থে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে বেন ম্যাকডারমটের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন স্মিথ। ম্যাকডারমট দলীয় ১০৬ রানে ইমাদ ওয়াসিমের বলে আউট হন। ২২ বলে ২১ রান করেন তিনি। এরপর অ্যাশন টার্নারকে নিয়ে বাকি কাজ সারেন স্মিথ। ৩৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়ে এনে দেন সহজ জয়। ৫১ বলে ৮০ রানের ইনিংসটি স্মিথ সাজান ১১ বাউন্ডারি ও এক ছক্কায়।
এর আগে, অধিনায়ক বাবর আজমের ৩৮ বলে ৫০ রান এবং ইফতিখার আহমেদের ৩৪ বলে ৬২ রানের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশটন আগার ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট। প্যাট কামিন্স ১ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ১৯ রান। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে স্মিথের হাতে।
বিডি-প্রতিদিন/মাহবুব