চলছে বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৯। সিরিজের সবগুলো খেলা সরাসরি সস্প্রচার করছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে কিছুটা চাপের মধ্যে রয়েছে ভারত।
তাই এই সিরিজ নিয়ে একটু বেশিই উন্মাদনা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের। এই সিরিজের উন্মাদনা আরও এক ধাপ বাড়িয়ে দিতে সিরিজ সরাসরি সম্প্রচারের পাশাপাশি জিটিভি আয়োজন করছে ক্রিকেট নিয়ে বিশেষ চারটি অনুষ্ঠান।
অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ম্যাচের শুরুতে দারাজ নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’। ম্যাচের মধ্য বিরতিতে বাংলালিংক নিবেদিত ‘মিড উইকেট’। ম্যাচ শেষে গিয়ার নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’ এবং গাজী গ্রুপ নিবেদিত ‘ক্রিকেট হাইলাইটস’।
এই আয়োজনে ‘ক্রিকেট এক্সট্রা’ এবং ‘ক্রিকেট ম্যানিয়া’ অনুষ্ঠানে সাবেক ক্রিকেটারগণ ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন। ৭ নভেম্বর সিরিজের ২য় টি-২০র ‘ক্রিকেট ম্যানিয়া’য় অতিথি হিসেবে থাকছেন ডিরেক্টর অব কোচিং গাজী গ্রুপ এবং জাতীয় দলের সাবেক সহকারী কোচ মো. সালাউদ্দিন।
‘ক্রিকেট এক্সট্রা’য় অতিথি হয়ে থাকছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট । এই অনুষ্ঠানটি দুটি উপস্থাপনা করছেন তৌহিদা শ্রাবণ্য। আর ‘মিড উইকেট’ এবং ‘ক্রিকেট হাইলাইটস’ উপস্থাপনা করছেন সারিকা ইকবাল। জিটিভির স্পোর্টস টিমের প্রযোজনায় প্রচারিত হবে এই অনুষ্ঠান গুলো।
বিডি-প্রতিদিন/শফিক