সাইক্লোন ‘মহা’ নিয়ে চিন্তা ছিলই। বৃহস্পতিবার সকাল থেকেই রাজকোটের আকাশ ঢেকে রয়েছে কালো মেঘে। মাঝেমধ্যে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিও। আর তাতেই ভাঁজ পড়েছে রোহিত শর্মাদের কপালে। আজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রাজকোটের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি২০ ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।
গত দু’দিন ধরেই ভারতের আবহাওয়া অফিস জানাচ্ছিল শক্তি সঞ্চয় করছে পূর্ব-মধ্য আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মহা’। বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরের দিকে তা আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে। ঝড়ের গতি হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে গুজরাটের জুনাগড়, গীর, সোমনাথ, আমরেলি, সুরাট, ভারুচ, আনন্দ, রাজকোট, আহমেদাবাদ-সহ রাজ্যের একটি বড় অংশে।
তিনটি টি২০ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই হেরে বসে আছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিকের ম্যাজিক্যাল ব্যাটিং আর ধোঁয়াশাকে মোকাবিলা করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে আজকের ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে তৃতীয় ম্যাচ জিতলেও সিরিজ জেতা হবে না ভারতের। ভারতীয় খেলোয়াড়রা তাই চাইছেন, যেন খেলাটা হয়। সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত বাহিনীর মাথায় এখন ‘মহা’ বিপদ। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক