ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েও বেঁচে গেলেন টাইগার ওপেনার লিটন দাস। এদিন, বাংলাদেশ দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ দুর্দান্ত শুরু করেন। ৫ ওভরেই তুলে ফেলেন বিনা উইকেটে ৪১ রান। এরপর ভারতীয় অভিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন যুবেন্দ্র চাহালের হাতে।
যুজবেন্দ্র চেহেলের প্রথম ওভারের তৃতীয় বলে অনেকটা বেরিয়ে এসে তেড়েফুঁড়ে খেলতে গিয়েছিলেন লিটন। ব্যাট নাগাল পায়নি বলের। স্টাম্পিংয়ের অনায়াস সুযোগ। বল ধরে চকিতে বেলস ফেলেও দেন কিপার ঋষভ পান্ত। লিটন হাঁটা দিয়েছিলেন ড্রেসিং রুমের দিকে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, বল ধরার সময় পান্তের গ্লাভসের সামান্য অংশ ছিল স্টাম্পের সামনে! ক্ষণিকেই ভারতের হাসি ম্লান হয়ে যায়। বেঁচে যান লিটন দাস। এরপর লিটন দাসের আরও একটি ক্যাচ মিস করেন রোহিত শর্মা। তবে বেশি দূর যেতে পারেননি লিটন দাস। শেষ পর্যন্ত সেই চাহালের বলেই ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব