স্বাগতিক ভারতের সামনে ১৫৪ রানের সহজ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আর এই লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছেন ভারতীয় দুই ওপেনার শিখর ধাওয়ান আর রোহিত শর্মা। যদিও ২৭ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশের দেয়া ১৫৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে এক উইকেটে ১১৯ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ওপেনার নাঈম শেখ। ২০ বলে ৩০ রান করেছেন সৌম্য। ২১ বলে ৩০ করেছেন অধিনায়ক রিয়াদ। ২১ বলে ২৯ করেছেন লিটন। ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ২টি, ওয়াশিংটন সুন্দর ১টি, খলিল আহমেদ ১টি ও দীপক চাহার ১টি করে উইকেট শিকার করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত