বৃহস্পতিবার ওমানে সফররত বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাথে স্থানীয় শীর্ষ ক্লাবের (মাস্কাট ক্লাব) প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৩-১ গোলে বিজয়ী হয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
প্রথমার্ধের খেলার ১২ মিনিটে জীবন এবং ২৮ মিনিটে বিপ্লু একটি করে গোল পান। প্রথমার্ধেই একটি গোল করার সুযোগ পান প্রতিপক্ষ মাসকাট ক্লাব। দ্বিতীয়ার্ধে আবার খেলতে নেমে বাংলাদেশের খেলোয়াড়রা মাঠ নিজেদের দখলে নিয়ে আরো একটি গোল করেন। শেষ পর্যন্ত ওয়াদি আল কাবির এর মাস্কাট ক্লাবে ৩-১ গোলে চূড়ান্ত বিজয়ের স্বাদ নেন বাংলাদেশি খেলোয়াড়রা।
বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার প্রতিবেদককে বলেন, তারা ওমানে ম্যাচ জেতার স্বপ্ন নিয়েই এসেছেন, তার দল সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো খেলা উপহার দিয়ে চূড়ান্ত বিজয় বাংলাদেশের পক্ষেই নিশ্চিত করতে। এই বিজয়ে তাদের মনোবল চাঙ্গা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৪ নভেম্বর বাছাইপর্বের ম্যাচ খেলা নিয়ে তার দল কোন চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে দলটির টিম ম্যানেজার প্রতিবেদককে জানান, আমার দল কোন চাপে নেই বরং আমরা আজকে এই খেলার বিজয়ের মধ্য দিয়ে আরো বেশি উচ্ছ্বসিত হয়েছি এবং জেতার স্বপ্নকে জিয়ে রাখতে আরো একধাপ এগিয়ে গিয়েছি।
সুতরাং আগামী ১৪ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। যোগ করেন, যদিও জয়-পরাজয় নির্ধারণ হয় মাঠে তবে সকালের সূর্য দেখেই বুঝা যায় দিনটি কেমন যাবে। আজকের ৩-১ গোলে এই বিজয়কে সকালের উজ্জ্বল সূর্য বলেই মনে করছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার। চেষ্টা করেও দলটির অধিনায়ক এর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দুঃখজনকভাবে যথাযথ প্রচারণার অভাবে এই ম্যাচে মাঠে তেমন দর্শক সমাগম হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত/ওয়াসিফ