Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ৮ নভেম্বর, ২০১৯ ০১:৩৮

বছরে একটি দিন-রাতের টেস্ট খেলবে ভারত: সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

বছরে একটি দিন-রাতের টেস্ট খেলবে ভারত: সৌরভ গাঙ্গুলি

২২ নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতি হওয়ার পরই ইডেনে দিন-রাতের টেস্ট করার পদক্ষেপ নিয়েছেন। এবার থেকে প্রতি বছর ভারতে অন্তত একটি দিন-রাতের টেস্ট হবে বলে জানান বোর্ড প্রেসিডেন্ট।

সৌরভ গাঙ্গুলি বলেন, "প্রতি বছর ভারতে একটি দিন-রাতের টেস্ট আয়োজন করতে চাই আমরা। ভারতীয় দল কোনও সফরে গেলে সেখানকার ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলব। যাতে একটি দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়।"

তবে স্প্লিট ক্যাপ্টেন্সিতে বিশ্বাসী নন সৌরভ গাঙ্গুলি। আলাদা ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক চান না তিনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় টেস্ট আর সীমিত ওভারের জন্য আলাদা আলাদা অধিনায়ক রয়েছে। তবে ভারতে সব ধরণের ফরম্যাটেই একজন নেতাকেই চান বিসিসিআই সভাপতি। পরের বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির টুর্নামেন্টে অধিনায়ক কোহলির ভাগ্য সদয় না হলেও কোহলির ওপরেই আস্থা রাখতে চান সৌরভ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য