৯ নভেম্বর, ২০১৯ ০৯:০০

ছক্কা মারতে সময়জ্ঞান দরকার: রোহিত

অনলাইন ডেস্ক

ছক্কা মারতে সময়জ্ঞান দরকার: রোহিত

রাজকোটে ভারতকে জিতিয়ে সিরিজে সমতা ফেরানোর রাতে ক্রিকেটের পুরনো তর্কও তুলে দিয়ে গেলেন রোহিত শর্মা। শক্তি বনাম শিল্পের তর্ক। রোহিত বলেছেন, ‘‘ছক্কা মারার জন্য সুন্দর সময়জ্ঞানই সব চেয়ে বেশি দরকার, মাসলম্যান হওয়ার দরকার নেই।’’

রাজকোটে বৃহস্পতিবার ছ’টি ছক্কা মেরে রোহিত ৪৩ বলে ৮৫ রান করেন। একটা সময়ে মোসাদ্দেক হোসেনের পর-পর তিনটি বলে তিনটি ছক্কা মেরে দিয়েছিলেন তিনি। যা নিয়ে ম্যাচের পরে তিনি বলেন, ‘‘আমি চেষ্টা করেছিলাম ঠিকই কিন্তু চতুর্থ বলটায় ছক্কা না হওয়ায় নিজেকে সংযত করতেই হল। তখন ভাবলাম, খুচরো রানই নিই। বেশি নড়াচড়া না করেই আমি স্ট্রোক নিচ্ছিলাম।’’ 

তিনি আরও বলেন, ‘‘ছক্কা মারার জন্য পেশীবহুল হওয়ার দরকার পড়ে না।’’ এর পরে রোগাপাতলা চেহারার চহালের দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, ‘‘এমনকি, তুমিও ছক্কা মারতে পারো।’’ রোহিতের সেই বক্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন ভারতীয় লেগস্পিনার। রসিকতা ছেড়ে এর পর রোহিত যোগ করেন, ‘‘ছক্কা মারা শুধুই শক্তির ব্যাপার নয়। টাইমিংটাও খুবই গুরুত্বপূর্ণ। মাথা সোজা রাখতে হয়, শরীরের অবস্থান ভাল থাকতে হয়। এ সব কিছু ঠিকঠাক হলে তবেই ভাল ছক্কা মারা যায়।’’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর