কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে শুক্রবার মুখোমুখি হচ্ছে মুমিনুল-মুশফিকরা। ঐতিহাসিক স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ। এই টেস্ট আরও ঐতিহাসিক, কারণ প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত খেলতে নামবে দিবারাত্রির টেস্ট।
আগামীকাল শুক্রবার মাঠে নামার আগে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মুমিনুল। এই টেস্টের ফলাফল তিন দিনে নির্ধারণ হয়ে যাবে কি না- এমন প্রশ্নের উত্তরে আজ বৃহস্পতিবার বিকালে মুমিনুল বলেন, একজন প্লেয়ার হিসেবে আমি অবশ্যই চাইব না, যে তিনদিনেই শেষ হয়ে যাবে।
টাইগার অধিনায়কের মতে, তাদের মনোসংযোগ শুধু ক্রিকেটের দিকেই। এজন্য নিজেদের প্রস্তুতিতে কোনো খাদ রাখেননি তারা।
আমরা নিজেদের প্রস্তুত করেছি। কঠোর অনুশীলন করেছি। এখন শুধু মাঠে গিয়ে নিজেদের সেরাটাকে দিতে পারলেই আমরা সফল হবো। আশা করছি আমরা ভালো করব।
‘ডিউ ফ্যাক্টর’র বিষয়ে মুমিনুল জানান, মূলত ফ্লাড লাইটের আলোতে খেলাই বড় সমস্যা। কারণ আমরা কখনো টেস্ট ক্রিকেট ফ্লাড লাইটের আলোতে খেলিনি।
বিডি প্রতিদিন/আরাফাত