২২ নভেম্বর, ২০১৯ ১২:৩০

৭ রানে অল আউট, ডাক মারলেন দলের সবাই!

অনলাইন ডেস্ক

৭ রানে অল আউট, ডাক মারলেন দলের সবাই!

প্রতীকী ছবি

একটা দল মাত্র ৭ রানেই আউট! আরও বিস্ময়কর ব্যাপার হল, এই ৭ রান কোনও ব্যাটসম্যানের ব্যাট থেকে আসেনি। সবই অতিরিক্ত (ওয়াইড ৬, বাই ১)। ১০ ব্যাটসম্যানই শূন্যতে আউট হয়েছেন।

এমন অবাক করা ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে, স্কুল ক্রিকেট হ্যারিস শিল্ডের ফার্স্ট রাউন্ড নকআউট ম্যাচে।

আন্ধেরির চিলড্রেন্স ওয়েলফেয়ার বনাম বোরিবলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের খেলা। প্রথমে ব্যাট করে এসভিআইএস ৩৯ ওভারে ৪ উইকেটে করে ৬০৫। মিত মায়েকার একাই করেন ৩৩৮ রান (১৩৪ বলে ৫৬টি ৪ ও ৭টি ৬)।

নির্ধারিত তিন ঘণ্টায় চিলড্রেন্স ওয়েলফেয়ারের ৪৫ ওভার বল করার কথা ছিল। কিন্তু ৬ ওভার কম করায় তাদের টার্গেটে ১৫৬ রান যোগ হয় শাস্তি হিসেবে। মোট টার্গেট ৭৬১। লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে ৭ রানেই শেষ চিলড্রেন্স ওয়েলফেয়ার। ৭৫৪ রানে জয় পায় বোরিবলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর