ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে সফরকারী বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হারিয়ে টানা সাত ম্যাচ জয়ে নিজেদের পুরনো রেকর্ড ভাঙে ভারত।
এর আগে, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত টানা ৬টি টেস্ট জিতেছিলো ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট জিতেছিলো ধোনির নেতৃত্বাধীন দলটি।
আজ রবিবার ধোনির সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লো কোহলির নেতৃত্বাধীন ভারত। টানা সাত টেস্ট ম্যাচ জিতলো ভারত। চলমান বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু’টি, এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ও এবার বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট জিতলো কোহলির দল।
বিডি-প্রতিদিন/মাহবুব