এসএ গেমসের ক্যাম্পে কোচের বিরুদ্ধে নারী খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। ক্ষিপ্ত হয়ে তাসফিয়া চৌধুরী নামের ওই বাস্কেটবল খেলোয়াড় ক্যাম্প থেকে বাসায় চলে গেছেন। তার অভিযোগ ক্যাম্পের কোচ সবুজ মিয়া কলকাতা সফরকালে তাকে থাপ্পড় মেরেছেন। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছে মেয়েটির অভিভাবক ।
১৯ বছর বয়সী নারী ক্রীড়াবিদ গণমাধ্যমকে জানান, তিনি আর ক্যাম্পে ফিরবেন না। এ অবস্থায় তার পক্ষে আর ক্যাম্পে যোগ দেয়া সম্ভব নয়। কেবল তাসফিয়াকে নন, কোচ অন্য মেয়েদেরকেও মারধোর করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত কোচ সবুজ মিয়া জানান, আমি থাকে থাপ্পড় দেইনি। তবে এটা ঠিক যখন অনুশীলনে কেউ একই ভুল বারবার করে আমি খুব রেগে যাই; কিন্তু বিদেশের মাটিতে কেন তাকে আমি মারবো?
আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে হবে এসএ গেমস। এই গেমসের প্রস্তুতির জন্য নারী বাস্কেটবল দল এ মাসেই কলকাতা গিয়েছিল ৭ টি ম্যাচ খেলতে।
বিডি প্রতিদিন/ফারজানা