কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ধোনি? জল্পনা বাড়ছে। সূত্রের খবর, আইপিএলের সময়েই ২২ গজে দেখা যাবে ধোনিকে। সেটাও মার্চের আগে নয়। অবশ্য আইপিএলের আগে এশিয়া একাদশের সঙ্গে অবশিষ্ট বিশ্ব একাদশের দুটি ম্যাচ রয়েছে। খেলা দু'টি হবে আগামী বছরের ১৮ ও ২১ মার্চ।
আইসিসি ইতিমধ্যেই ম্যাচদুটিকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছে বিসিসিআইকে সাতজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার জন্য। এই তালিকায় ধোনি ছাড়াও আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা। খেলা দুটি হবে বাংলাদেশে। খবরের সত্যতা স্বীকার করেছে বিসিসিআই।
বিশ্বকাপ সেমিফাইনালের পর আর বাইশ গজে দেখা যায়নি ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশ সিরিজ থেকেও তিনি নাম তুলে নিয়েছেন। অবসরের জল্পনা দিনদিন বাড়ছে। ধোনিও এই বিষয়ে চুপ আছেন। তবে এশিয়া একাদশের হয়ে ধোনি খেলতে যদি রাজি হন। তাহলে ১৮ মার্চই ফের বাইশ গজে দেখা যাবে মাহিকে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ