ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো চোটে পড়েছেন। ‘কয়েক সপ্তাহের জন্য’ আর্জেন্টাইন তারকাকে পাওয়া যাবে না জানিযেছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।
গত শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়েছেন আগুয়েরো। তবে আর্জেন্টাইন তারকা কোন ধরণের চোটে পড়েছেন তা পরিস্কার করে জানাননি গার্দিওলা।
স্প্যানিশ কোচ বলেন, ‘সার্জিও কয়েক ম্যাচ ও কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। সে কোথায় চোট পেয়েছে তা নির্দিষ্টভাবে আমি জানি না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ