ফুটবল মাঠ ছাড়িয়ে এবার ক্রিকেটের বাইশ গজেও দেখা গেল বর্ণবাদী মন্তব্য। আর এই অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছিল ইংলিশরা। সফরকারী দলের পেসার আর্চার ব্যাটিংয়ে নামলে তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন।
ম্যাচ শেষে আর্চার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমানের সুরে অভিযোগ তুলেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মিআর্মিরা বরাবরের মতোই আমাদের পাশে ছিল।’
ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে এক ইনিংস ও ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। নেইল ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ইংলিশরা মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ