নেইমার, কাভানি, এমবাপ্পে সমৃদ্ধ প্যারিস সেন্ট জর্মেই'র বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ‘এ’র ম্যাচের আগে সমর্থকদের ধৈর্য ধরতে বললেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান।
গত কয়েক ম্যাচে রিয়াল মাদ্রিদ সমর্থকদের রোষের শিকার হয়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু পিএসজি-র বিরুদ্ধে এই ম্যাচের আগে
জিদান বলেন, ‘‘সমর্থকদের ধৈর্য ধরতে হবে। ওদের কাছে অনুরোধ, বেলকে অযথা বিরক্ত করবেন না।’’ যোগ করেছেন, ‘‘বেলকে নিয়ে অকারণে গুঞ্জন ওঠে। ও আমাদের দলের হয়ে ভাল ফুটবল উপহার দিতে চায়। আশা করি, বাকি মৌসুমে এই সমস্যায় আর পড়তে হবে না।’’
গ্যারেথ বেলের পাশের দাঁড়িয়েছেন দলের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাঁর কথায়, ‘‘বেল দলের প্রতি ১০০ শতাংশ দায়বদ্ধ। রিয়ালকে জেতাতেই মাঠে নিজেকে নিংড়ে দেয় ও।’’
এ দিন সাংবাদিক সম্মেলনে কোর্তোয়া বলেন, ‘‘পিএসজি কঠিন প্রতিপক্ষ। তাই পুরনো ভুলগুলো করা চলবে না। পিএসজির আক্রমণ ভাগ দুর্দান্ত। তবে ওদের জন্য তৈরি রয়েছি।’’ প্রথম পর্বের ম্যাচে পিএসজির বিরুদ্ধে রিয়ালের হারের প্রসঙ্গ উঠলে প্রাক্তন চেলসি গোলরক্ষক বলেন, ‘‘এটা মোটেও প্রতিশোধ নেওয়ার ম্যাচ নয়। তবে আমরা যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য প্রস্তুতি নিচ্ছি, তা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।’’
একই কথা বলছেন, রিয়াল ম্যানেজ়ার জিদানও। তাঁর প্রতিক্রিয়া, ‘‘পিএসজি কড়া প্রতিপক্ষ। ওদের আক্রমণ ভাগ বেশ ভাল। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দিয়ে খেলে ম্যাচটা জিততে হবে। কোন প্রতিশোধের ব্যাপার নেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এমবাপ্পেকে দীর্ঘদিন ধরে চিনি। ব্যক্তিগতভাবে ওর প্রতি আমার ভালবাসা রয়েছে। ওদের আক্রমণ রুখতে সতর্ক থাকতে হবে আমাদের রক্ষণকে।’’
বেল এ দিন দলের সঙ্গে অনুশীলন সেরেছেন খোশমেজাজেই। পিএসজির বিরুদ্ধে তাকে দ্বিতীয়ার্ধে নামিয়ে বিপক্ষকে ঘায়েল করতে চান জিদান। তবে স্পেনীয় সংবাদমাধ্যমের একটা অংশের ধারণা, শুরুতে বেলকে নামিয়েও চমক দিতে পারেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ