আগামী ১৯ ডিসেম্বার কলকাতায় বসছে আইপিএলের নিলাম। প্রতিবারের মতো এবারের আসরের জন্যও নিলামে নাম নিবন্ধন করেছেন বিপুলসংখ্যক ক্রিকেটার। যার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৭১ জনে।
এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৭১৩ জন। বাকী ২৫৮ জন বিদেশি, যাদের মধ্যে আছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার।
এদের মধ্যে থেকে মাত্র ৭৩ জনের দল পাওয়ার সুযোগ হবে। এটা যেন ভাগ্য পরীক্ষার থেকেও বেশি কিছু।
এতদিন জানা গিয়েছিল, ৬ বাংলাদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে থাকবেন। এবার তাদের নাম প্রকাশ করেছে বিসিবি। সেই ছয় ক্রিকেটার হলেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
এই ৬ জনের মধ্যে কেবল তামিম আর মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তামিম ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি। আর মুস্তাফিজ খেলেছেন তিনবার।
বিডি প্রতিদিন/কালাম