দশ মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে কী হবে ভেবে এখনই ঘুম নষ্ট করতে চান না ভারতীয় সহ-অধিনায়ক রোহিত শর্মা। এই মুহূর্তে তার লক্ষ্য, আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তোলা।
মঙ্গলবার মুম্বাইয়ে সাংবাদিক বৈঠকে রোহিত বলে দিলেন, ‘‘দেখুন, আমি বারবার বলতে চাই না যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে একটা দল তৈরি করতে চাইছি। ওই প্রতিযোগিতা এখনও অনেক দূরে। আমাদের এখন এই সিরিজটা জিততে হবে। তা হলেই ঠিক দিকে এগোতে পারব। আমরা যদি জিততে পারি, মাঠে নেমে নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারি, তা হলে দল তৈরির কাজটা এমনিতেই এগিয়ে যাবে।’’
তিনি বলেন, ‘‘আমরা এখন একটা ভাল দলের বিরুদ্ধে সিরিজ খেলছি। এর পরে শ্রীলঙ্কা আসছে। তার পরে আমরা নিউজিল্যান্ড যাব। তারপরেও বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। আমরা যদি বর্তমানের উপরে নজর রাখি, তা হলে বেশি উপকৃত হব।’’
রোহিত আরও বুঝিয়ে দিয়েছেন, একই ভুল বারবার করা যাবে না। তাঁর কথায়, ‘‘আমাদের আগে দেখতে হবে কী কী ভুল হচ্ছে। তারপর সেগুলো শুধরে নতুন একটা দল হিসেবে মাঠে নামতে হবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ