২৪ জানুয়ারি, ২০২০ ০০:৫২

গাদ্দাফি স্টেডিয়াম সম্পর্কে বলতে গিয়ে 'আবেগপ্রবণ' বাবর

অনলাইন ডেস্ক

গাদ্দাফি স্টেডিয়াম সম্পর্কে বলতে গিয়ে 'আবেগপ্রবণ' বাবর

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে তার ক্রিকেটার হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। একবার সামনে থেকে প্রিয় তারকাদের দেখবেন বলে প্রায় ৩ মাইল রাস্তা হেঁটে গাদ্দাফি স্টেডিয়ামে চলে আসতেন তিনি। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তিনি একটা সময় বল বয় হিসাবেও থেকেছেন। সেই বাবর আজম এখন পাকিস্তানের অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলতে নামার আগে বাবর আবেগপ্রবণ। এই গাদ্দাফি স্টেডিয়ামেই তার প্রথম সব কিছু। 

২০০৭ সালে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামে। ১২ বছরের বাবর তখন ‘বলবয়’ ছিলেন। বাবর বলছিলেন, ইনজামাম উল হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ উল হক, গ্রেম স্মিথ, জ্যাক ক্যালিসদের মতো তারকাদের দেখার জন্য আমি তিন মাইল পথ হেঁটে গাদ্দাফি স্টেডিয়ামে চলে আসতাম। মনে হয় যেন এই তো গতকালের কথা। কত স্মৃতি রয়েছে আমার এখানে। পাকিস্তান হোম অফ ক্রিকেট। এখানে খেলার মজা আলাদা।

আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেক হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে দেশের জার্সিতে একের পর এক দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর