২৫ জানুয়ারি, ২০২০ ১৪:৪০

শতভাগ নিম্নমানের উইকেট বানিয়েছে পাকিস্তান: শোয়েব

অনলাইন ডেস্ক

শতভাগ নিম্নমানের উইকেট বানিয়েছে পাকিস্তান: শোয়েব

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও উইকেটের আচরণ দেখে মোটেও খুশি নন ইনজামাম উল হক থেকে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা ও রশিদ লতিফরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন শোয়েব আখতার। তিনি তো সরাসরি বলেই দিলেন ‘শতভাগ নিম্নমানের উইকেট বানিয়েছে পাকিস্তান’।

নিজের ইউটিউব চ্যানেলে উইকেট নিয়ে এমন হতাশা প্রকাশ করেছেন শোয়েব আখতার। তিনি বলেন,  ‘জিতলেও ঠিক মজা পাইনি। কারণ উইকেট বানানোর ক্ষেত্রে পাকিস্তান ভুল থেকে শিক্ষা নেয়নি। এই ম্যাচের উইকেট শতভাগ নিম্নমানের। মানুষ বড় ইনিংস দেখতে চায়। অনেক রান দেখতে চায়। কিন্তু এখানে বোলাররা গতি পাচ্ছে না। ব্যাটসম্যানের ব্যাটে বল যাচ্ছে না। গতি, বাউন্সের বালাই নেই।’


এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) উইকেট নিয়ে নতুন করে ভাবার পরামর্শও দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা। শোয়েব আখতার বলেন, ‘১৫ বছর আগে যখন মুলতান, পেশোয়ার বা লাহোরে খেলতাম, তখনো উইকেট এমনই ছিল। উইকেটে পেস, বাউন্স কিছুই ছিল না। এখন পরিবর্তন দরকার। না হলে ক্রিকেটে দর্শকের আগ্রহ কমে যাবে।’

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর