সাম্প্রতিক সময়ে দু’দেশের যা কূটনৈতিক অবস্থান, তাতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই বললেই চলে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ক্রিকেট মাঠে ভার-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের হয়ে কথা বললেন দু’দেশের দুই সাবেক তারকা ক্রিকেটার। এক্সপো-২০২০ নামক দুবাইয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে সুর চরালেন যুবরাজ সিং ও শহিদ আফ্রিদি।
২০০৮ সালে শেষবার ভারতের মাটিতে তিনম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। এর আগে ২০০৬ শেষবার পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট ও ওয়ানডে সিরিজে অংশ নিতে উড়ে গিয়েছিল ভারতীয় দল। মাঝের সময়টুকু আইসিসি আয়োজিত টুর্নামেন্ট যেমন- বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো মঞ্চে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। কিন্তু ক্রিকেটের স্বার্থে আরও বেশি করে অনুষ্ঠিত হওয়া উচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ। এমনটাই মনে করেন যুবরাজ ও আফ্রিদি।
অ্যাশেজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথ ক্রিকেটের প্রাচীন দ্বৈরথ হিসেবে বিবেচিত হলেও ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধের উন্মাদনা হার মানায় অ্যাশেজকেও। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে কথা প্রসঙ্গে এমনটাই জানান আফ্রিদি। একটি গ্লোবাল ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজের ব্যপ্তি অ্যাশেজের চেয়েও বেশি। কিন্তু আমরা সেটা বুঝেও বুঝছি না। খেলা নিয়ে দু’দেশের মানুষের ভালোবাসা ও তাদের আগ্রহের মাঝে আমরা রাজনীতিকে প্রবেশ করাচ্ছি।’
আফ্রিদির কথায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হতে হলে দু’দেশকেই বেশ কিছু জিনিস ঝেড়ে ফেলতে হবে। একইসঙ্গে একই টেবিলে বসে সমস্যা সমাধান করতে হবে। অন্যদিকে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে যুবরাজ ২০০৪, ২০০৬ ও ২০০৮ দ্বিপাক্ষিক সিরিজের কথা স্মরণ করেন।
তিনটি সিরিজেই ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন যুবরাজ। তার কথায়, ক্রিকেটটা আমরা ভালোবেসে খেলি। কাদের বিরুদ্ধে খেলব, কাদের বিরুদ্ধে খেলব না এটা আমাদের হাতে থাকা উচিত নয়। এটুকু বলতে পারি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ যত বেশি অনুষ্ঠিত হবে, তত ক্রিকেটের পক্ষে মঙ্গল।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ