যুব বিশ্বকাপের সেফিনাইলে সেঞ্চুরী করা বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মাহমুদুল হাসান জয়কে বহনকারী গাড়ি বহরটি নগরীর কান্দিরপাড়ে পৌঁছালে হাজার জনতা হাত নেড়ে মাহমুদুল হাসানকে শুভেচ্ছা জানান।
এ সময় নগরীর পূবালী চত্বরে জেলার রাজনৈতিক ব্যক্তিরা মাহমুদুল হাসান জয়কে ফুলের মালা গলায় পরিয়ে অভিনন্দন জানান। এদিকে জেলার বুড়িচং উপজেলায় উত্তরগ্রাম নিজ এলাকায় মাহমুদুল হাসান জয়ের গাড়িটি পৌঁছালে সাধারণ মানুষের উপচেপড়া ভীড় ছিলো লক্ষণীয়। যুব বিশ্বকাপ জয়ী এলাকার বীর সন্তানকে এক নজর দেখতে মাহমুদুল হাসানের জয়ের বাড়িতে ভীড় জমায় সাধারণ মানুষ। এ সময় বাড়ির পাশে শংকুচাইল স্কুল মাঠে তাকে গ্রামবাসী সংবর্ধনা দেয়। পরে বুড়িচং উপজেলা প্রশাসন মাহমুদুল হাসান জয়ের সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনার পেয়ে অনুভূতি ব্যক্ত করে মাহমুদুল হাসান জয় বলেন, আমি দেশের জন্য খেলেছি । আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভবিষ্যতেও ক্রিকেটের মাধ্যমে দেশের সুনাম বাড়াতে কাজ করবো।
এদিকে যুব বিশ্বকাপ দলের ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ও বোলিং কোচ মাহবুব আলী জাকির বাড়িও কুমিল্লায়। মাহমুদুল হাসান জয়ের বিষয়ে যুব বিশ্বকাপের এ দুই কোচ জানান,মাহমুদুল হাসান জয় ভালো খেলেছে বলেই সেমিফাইনাল থেকে ফাইনাল খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ দুই কোচ জানান, ভালো নার্সিং পেলে অদূর ভবিষ্যতে আরো ভালো খেলতে পারবে মাহমুদুল হাসান জয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার