সাদিও মানের একমাত্র গোলে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানীর দল নরিচ সিটির মাঠে শনিবার ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
পয়েন্ট হারাতে বসা ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেই বদলি নেমে দলের ত্রাতা হলেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। তার গোলেই শিরোপা জয়ের পথে ২৫ পয়েন্টে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।
বাকি ১২ ম্যাচের পাঁচটিতে জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা উঠবে ‘অল রেড’ নামে পরিচিত দলটির হাতে।
এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে দলে ফেরেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে ও অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার। দুজনেই অবশ্য ছিলেন বেঞ্চে। ৬০তম মিনিটে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের বদলে মানে ও জর্জিনিয়ো ভিনালডামের জায়গায় ফাবিয়ানোকে নামান ক্লপ।
অবশেষে ৭৮তম মিনিটে জর্ডান হেন্ডারসনের মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মানে। স্বস্তির জয় পায় সফরকারীরা।
২৬ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম