ফিটনেস টেস্টে কাঙ্খিত নম্বর পেতে ব্যর্থ হন উমর আকমল। ট্রেনার জানান তিনি অকৃতকার্য। তাতেই রেগে যান উমর। ট্রেনারের সামনে জার্সি খুলে রাগান্বিত কন্ঠে জিজ্ঞেস করেন, ‘কোথায় চর্বি আমার, দেখান।’ ঘটনাটি ঘটে চলতি বছরের ২৮ জানুয়ারি।
তখন উমর আকমলের এ বিষয়ে বোর্ডের কাছে অভিযোগ করা হয়। বোর্ড পুরো ঘটনা তদন্ত করে উপযুক্ত শাস্তি দিবে বলে জানায়। এ জন্য ডাকা হয় উভয় পক্ষকে। তবে তদন্ত শেষে নির্দিষ্ট করে উমর আকমলকে দোষী দাবি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।
পিসিবির তদন্ত রিপোর্টে জানানো হয়, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনার সৃষ্টি। তবে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে উমর আকমল। আর পিসিবিও তাকে শুধু তিরস্কার করেই ছেড়ে দিয়েছে।
এক বিবৃতিতে পিসিবি বলে, ‘উমর আকমল তার কৃত কর্মের জন্য ক্ষমা চেয়েছেন। পিসিবিও তাকে ভৎসর্না জানিয়েছে। সিনিয়র ক্রিকেটার হয়েও তার দায়িত্বজ্ঞানের কথা মনে করিয়ে দিয়েছে। তবে এ ঘটনার এখানেই শেষ। পিসিবি কিংবা উমর আকমল এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ