১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:৫২

'ম্যাচ হারার পর কেউ উল্লাস করলে কেমন লাগে তা টের পাচ্ছে ভারত'

অনলাইন ডেস্ক

'ম্যাচ হারার পর কেউ উল্লাস করলে কেমন লাগে তা টের পাচ্ছে ভারত'

আইসিসির ফেসবুক পেজ থেকে সংগৃহীত

২০১৮ সালে এশিয়া কাপের সেমিফাইনাল আর ২০১৯ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম বলেন, অতীতে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে জয় পাওয়ার পর বাড়তি উদযাপন করেছিল ভারত, সেটাই মনের মধ্যে ঘুরছিল জুনিয়র টাইগারদের।

তিনি বলেন, অতীতে আমরা দুটো ম্যাচ ওদের (ভারত) কাছে হেরে গিয়েছিলাম। ওই দুটো হারের অনুভূতি আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। জেতার পরে ওরা কী করেছিল, সেই ঘটনাগুলো যুব বিশ্বকাপ ফাইনালে নামার আগে আমার মনে পড়ে গিয়েছিল। ওই দুটো ম্যাচ জিতে উঠে আমাদের সামনে ওরা আনন্দে ফেটে পড়েছিল। আমরা কিছুই বলতে পারিনি তখন। তার পর থেকে আমরা অপেক্ষায় ছিলাম। ওদের বিরুদ্ধে কবে ফাইনালে খেলতে নামব, তার দিন গুনছিলাম।

শরিফুল যোগ করেন, ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। সেটা আমরা দিয়েছি। ম্যাচ হারার পরে তাদের সামনে কেউ যদি উল্লাস করে, উৎসবে মেতে ওঠে, তা হলে কেমন লাগে সেটা নিশ্চয় এখন টের পাচ্ছে ভারত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর