শুধু পরিসংখ্যানে নয়, সার্বিক দিক বিবেচনা করে তামিম ইকবালকেই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে মানেন অনেক বিশেষজ্ঞ। এবার দেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন এই টাইগার তারকা।
বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানেরই নেই এ কৃতিত্ব। তের হাজারই নয়, বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ১২ হাজার রানই করতে পারেননি এখনও। সাকিব আল হাসানের নামের পাশে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ রান (১১৭৫২)। এছাড়া দশ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা বাংলাদেশের অন্য ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহীম (১১৫৭৫)।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে নামার আগে তামিমের মোট আন্তর্জাতিক রান ছিলো ১২৯৭৩। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ২৭ রানে পৌঁছতেই পূরণ হয়ে যায় তার ১৩ হাজার রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ