২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:০৩

মুজিববর্ষ: এশিয়া ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন যারা

ক্রীড়া প্রতিবেদক

মুজিববর্ষ: এশিয়া ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন যারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ’ এর মধ্যকার দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিশেষ এই টি-২০ সিরিজে বসছে তারকা মেলা। এশিয়া একাদশে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের তারকা রশিদ খান আর বিশ্ব একাদশে থাকবেন ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর মতো তারকারা। 

মঙ্গলবার জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট জয়ের পর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারত থেকে চারটা নাম আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন পর্যন্ত আমরা যেটা জানি, কন্ট্রাক্ট সই হয়নি যদিও। রিশভ পান্ত, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি। একটা ম্যাচ কোহলি, একটা ম্যাচ লোকেশ রাহুল- এ ধরনের কথাবার্তা হচ্ছে।’ 

পাপন বলেন, ‘আমরা চিন্তা করছি আফগানিস্তান থেকে রাশিদ খান, মুজিব উর রহমান- এই দুজনকে নিয়ে কথা বলেছি। অলরেডি মোটামুটি ফাইনাল হয়েছে। নেপাল থেকে স্বন্দ্বীপ লামিচানে, তার সাথে কথা বলা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে আমি যতদূর জানি লাসিথ মালিঙ্গা ও পেরেরার সঙ্গে ফাইনাল হয়েছে কথাবার্তা।'

মর্যাদার এই সিরিজে বাংলাদেশ থেকে এশিয়া একাদশের হয়ে খেলবেন চার কিংবা পাঁচ ক্রিকেটার। নাজমুল হাসান বলেন, ‘তামিম, মুশফিক তো কনফার্ম। এই ব্যাপারে কোন সন্দেহ নেই। এছাড়াও দুইজন আছে, একজন হলো রিয়াদ, আরেকজন মুস্তাফিজ। আরেকটা প্লেয়ারের থাকা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে- লিটন কুমার দাস। লিটনের ব্যাপারেও কথা হয়েছে। কে ওপেন করবে না করবে, পজিশনের ওপর নির্ভর করবে। সব মিলিয়ে আমাদের ৪-৫ জন খেলবে এটা নিশ্চিত। কে খেলবে সেটা এগ্রিমেন্ট শেষে ঠিক করবে।'

বিডি-প্রতিদিন/এনায়েত/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর