প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালেন ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মা। বিভিন্ন ত্রাণ তহবিলে ৮০ লাখ টাকা দিলেন ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির মালিক।
কোভিড-১৯-র মোকাবিলায় আর্থিক সহায়তা করার কথা নিজের টুইটার থেকে জানিয়েছেন রোহিত। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে ৪৫ লাখ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিয়েছেন। পাঁচ লাখ টাকা করে অন্য দু’টি সংস্থাকে দেয়া হয়েছে।’
ইতোমধ্যে ভারতের তারকা ক্রিকেটাররাও সহায়তা করেছেন। ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা, সুরেশ রায়না ও গৌতম গম্ভীরও করোনাভাইরাস মোকাবিলায় টাকা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম