৮ এপ্রিল, ২০২০ ০৮:৩০

এখন ফুটবল নয়, করোনা জয় করতে হবে: ক্যাসেমিরো

অনলাইন ডেস্ক

এখন ফুটবল নয়, করোনা জয় করতে হবে: ক্যাসেমিরো

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত অবস্থায় আছে স্পেন। দেশটিতে ইতিমধ্যে ১ লাখ ৩০ হাজারের বিশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ১২ হাজারের বেশি। এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো খেলাধুলা নিয়ে একদম ভাবতে চান না। তিনি মনে করেন, সবার আগে প্রয়োজন মানুষের সুস্থতা।

নিজ দেশ ব্রাজিলে ক্যাসেমিরো বলেন, ‘অবশ্যই রিয়াল মাদ্রিদের হয়ে আমরা লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। কিন্তু এই মুহূর্তে আমরা এসবের কিছুই চিন্তা করছি না। আমরা সবাই এখন একটি প্রতিপক্ষের বিপক্ষেই জিততে চাই। সেটি হচ্ছে করোনাভাইরাস। এটা হচ্ছে একটি কঠিন এবং জটিল মুহূর্ত।’

ক্যাসেমিরো বলেন, ‘আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। এটা হচ্ছে, ঘরে থাকা এবং সমস্ত নিয়ম-নীতি মেনে চলে করোনার বিপক্ষে যুদ্ধ করা।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর