চলে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের বাবা উই ক্রোনিয়ে। যিনি দেশটির সাবেক ফ্রি স্টেট ক্রিকেট প্রেসিডেন্ট ছিলেন। পাকস্থলীর ক্যান্সারে ভোগা উই ক্রোনিয়ে ৮০ বছর বয়সে মারা গেলেন।
উই ক্রোনিয়ে ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ফ্রি স্টেটের হয়ে ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। তবে তাকে সবাই প্রশাসনিক কর্মকর্তা হিসেবেই বেশি চেনে।
ফ্রি স্টেট ইউনিভার্সিটির ক্রিকেটকে জাগাতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। পরে ফ্রি স্টেট ক্রিকেট ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত কর্মরত ছিলেন।
তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের বেশ কয়েকজন হাইপ্রোফাইল ক্রিকেটারের পরামর্শক ছিলেন। এদের মধ্যে অ্যালান ডোনাল্ড, কোরে ভ্যান জাইল ও বোয়েটা ডিপেনার অন্যতম।
বিডি প্রতিদিন/কালাম