দুঃসংবাদ যেনো পিছু ছাড়ছে না হাসান আলীর। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। তবে এবার তারচেয়ে বড় দুঃসংবাদ হলো, আবারও দীর্ঘদিনের জন্য বাইরে কাটাতে হতে পারে ২৫ বছর বয়সী পেসারকে।
ধারণা করা হচ্ছে, চোটের কারণে টানা ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে হাসান আলীকে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম বিজনেস রেকর্ডার।
২০১৯ সালে পিঠের চোট ও পাঁজরে চিড় ধরার কারণে টানা তিন মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। সেই চোট কাটিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৫ম সংস্করণ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যার্বতন ঘটে তার। আপাতত করোনাভাইরাসের কারণে স্থগিত আছে পিএসএল।
হাসান আলীর চোটের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে পিসিবি। তার চোট কোন পর্যায়ে তা জানার চেষ্টা চলছে। পিসিবি কর্মকর্তাদের মতামত নেওয়ার পর হাসান আলীর চোটের কোনো সার্জারি করা হবে কিনা তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ