১১ জুলাই, ২০২০ ২০:০০

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি

অনলাইন ডেস্ক

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে ক্রিকেট বন্ধ। তাই খেলোয়াড়রও ঘরবন্দি। দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে বাসায় থাকার ফলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়াটা স্বাভাবিক বিষয়। এ বিষয়টাকে মাথায় রেখে মনোবিদ নিয়োগের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। জানা গেছে, করোনাভাইরাসের প্রার্দুভাব কবে নাগাদ শেষ হবে, আর কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই দেশের খেলোয়াড়দের জন্য মনোবিদ নিয়োগের সিদ্বান্ত নিল বিসিবি। কানাডাপ্রবাসী মনোবিদ আলী আজহার খান হতে পারেন সেই মনোবিদ। কারণ অতীতে দুই বার বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন আজহার।

প্রথমে নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য মনোবিদ নিয়োগের পরিকল্পনা রয়েছে বিসিবির। যদি সাফল্য পাওয়া যায়, তবে পুরুষ জাতীয় দলকেও এর আওতায় আনা হবে। বিসিবির প্রধান চিকিৎসক চৌধুরী সাংবাদিকদের জানান, প্রাথমিক পর্যায়ে নারী দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথে আজহারের পাঁচটি সেশন হবে। সুবিধাজনক হলে পরবর্তীতে সেশনের চিন্তা-ভাবনা করা হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর