৮ আগস্ট, ২০২০ ০৮:২৫

বোলারদের দাপটে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিরল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

বোলারদের দাপটে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিরল ইংল্যান্ড

সংগৃহীত ছবি

গতকাল শুক্রবার (৭ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ম্যাচে ফেরালেন বোলাররা। প্রথম ইনিংসে ১০৭ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে পাকিস্তানের ১৩৭ রানে ৮ উইকেট তুলে নিয়েছেন ইংরেজ বোলাররা।  দিনের শেষ দিকে জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে জোর ধাক্কা দেন বেন স্টোকস। তৃতীয় দিনের শেষে ২৪৪ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে গত মাসে তৃতীয় টেস্টে বোলিং করেননি। এদিন মাত্র ২০ বলে ১১ রান দিয়ে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান স্টোকস। মোহম্মদ রিজওয়ানকে ২ রানে এলবিডব্লিউ করার সময় ম্যাচে তিনি মাত্র অষ্টম ডেলিভারি করেন। তারপর টেলএন্ডার শাহীন আফ্রিদিকে একটি শর্ট বলে আউট করেন। ইয়াসির শাহ ১২ এবং মহম্মদ আব্বাস শূন্য রানে অপরাজিত রয়েছেন।

প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ৫০ রানের গণ্ডি টপকানোর আগেই তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। এদের মধ্যে রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী শান মাসুদ ও হাফ-সেঞ্চুরিকারী বাবর আজম। প্রথম ইনিংসে ১৫৬ রানের দুরন্ত ইনিংস খেলা মাসুদ দ্বিতীয় ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। শূন্য রানে বাঁ-হাতি পাক ওপেনারের উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। এছাড়া বাবর আজম ব্যক্তিগত ৫ এবং আবিদ আলি ২০ রান করে আউট হন। মাত্র ৪৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান।

তারপর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের সর্বোচ্চ স্কোর আসাদ সাফিকের ২৯ রান। স্টোকস ছাড়াও স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস দু’টি করে উইকেট নিয়েছেন। 

এর আগে পাকিস্তানি বোলারদের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ড ব্যাটসম্যানরা। মাত্র একজন ইংরেজ ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন। ইংল্যান্ড ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন ওলি পোপ৷। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেচে উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলারের ব্যাট থেকে। ইংল্যান্ড ইনিংসের প্রথম চার ব্যাটসম্যানের কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩২৬ রানের জবাবে ২১৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংসে বড় ধাক্কা দেন ইয়াসির শাহ। ১৮ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন তিনি৷। এছাড়া মোহম্মদ আব্বাস ও শাদাব খান দু’টি করে উইকেট নেন। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর