৯ আগস্ট, ২০২০ ১৯:০৩

সড়ক দুর্ঘটনায় আহত ক্রিকেটার নাঈমের মৃত্যু

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত ক্রিকেটার নাঈমের মৃত্যু

ফাইল ছবি

টানা ১২ দিন বাঁচার জন্য লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম। কেরানীগঞ্জের বাসায় চিকিৎসাধীন অব্স্থায়  শনিবার রাতে মারা যান তিনি। মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

কেরানীগঞ্জ মডেল থাকার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, ‘গত ২৬ জুলাই রোহিতপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায়  মাথায় আঘাত পান নাঈম। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় তাকে। বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায়ই শনিবার রাতে তিনি মারা যান।’

নাঈমের বাবা মো. রব মিয়া জানান, মাথায় আঘাত পাওয়ার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টায় তার নিজ এলাকায় ধর্মশুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ঢাকার ক্লাব ক্রিকেটে মোটামুটি পরিচিত মুখ ছিলেন নাঈম। তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে অলরাউন্ডার হিসেবে খেলতেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর