১০ আগস্ট, ২০২০ ১৮:৩৫

ক্যাম্প শুরু হলে ক্রিকেটারদের আইসোলেশনে রেখে করোনা টেস্ট

অনলাইন ডেস্ক

ক্যাম্প শুরু হলে ক্রিকেটারদের আইসোলেশনে রেখে করোনা টেস্ট

ফাইল ছবি

টাইগারদের শ্রীলঙ্কা সফরও প্রায় নিশ্চিত। এর জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এটি শুরু হলে ডাক পাওয়া ক্রিকেটারদের আইসোলেশনে রেখে করোনাভাইরাসের টেস্ট করানো হবে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ কথা জানান। তবে ক্যাম্প কবে থেকে শুরু হবে, তা চূড়ান্ত করেনি বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‌'জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে একটা অ্যাপের অধীনে নিয়ে আসা হয়েছে কোভিড-১৯ ওয়েল বিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমদের মেডিকেল বিভাগ। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, তাদের আমরা আইসোলেশনে রেখে কোভিড টেস্ট করব। এরপর তাদের আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর