নারী ও পুরুষ ফুটবল দলের জন্য সমান পারিশ্রমিকের ঘোষণা দিয়েছে ব্রাজিল। এর ফলে এখন থেকে দেশটির নারী ফুটবল দলের খেলোয়াড়রা পুরুষ দলের সমানই বেতন ও ম্যাচ ফি পাবেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রোজেরিও কাবোকলো বুধবার দিয়েছেন এমন ঘোষণা।
রোজেরিও কাবোকলো বলেছেন, নারী ও পুরুষ ফুটবলে প্রাইজ মানি ও বেতনের বিষয়ে সমতা নিয়ে এসেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এর মানে হলো নারী খেলোয়াড়রা এখন পুরুষদের সমপরিমাণ উপার্জন করবেন।
এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর নরওয়ে নারী ও পুরুষ খেলোয়াড়দের সমান পারিশ্রমিক দেয়ার সিদ্ধান্ত নেয়।
বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নারী দল ২০১৯ সালে পুরুষের সমান বেতনের দাবিতে আদালত পর্যন্ত যায়। বিচারক সেটা খারিজ করে দিলেও আপিল করেছে মার্কিন মেয়েরা। ব্রাজিলে সমান বেতনের জন্য আবেদন করা হয় গত মার্চে যেটা কার্যকর হবে আগামী অলিম্পিক গেমস ও নারী বিশ্বকাপে।
বিডি প্রতিদিন/ফারজানা