ক্রিকেটের ২২ গজে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া মানেই বাড়তি উত্তেজনা। সীমিত ওভারের সিরিজ খেলার জন্য বর্তমানে ইংল্যান্ডে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যেখানে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
সাউদাম্পটনে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ সেপ্টেম্বর, ম্যানচেস্টারে।
এর আগে অজি ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার প্রশংসা করলেন প্রতিপক্ষ দলের। অজি এই কোচের দৃষ্টিতে, ইংল্যান্ড ভয়ঙ্কর দল। তবে ছেড়ে কথা বলবে না তার দলও।
ইংলিশ অধিনায়কের প্রশংসা করে অজি কোচ ল্যাঙার বলেন, ‘ইংল্যান্ড ভয়ঙ্কর দল। মর্গ্যানের খেলার ধরন দারুণ। প্রথম বল থেকেই সে মারতে শুরু করে। তারা কিছু ভালো তরুণ খেলোয়াড় পেয়েছে এবং দলে অভিজ্ঞ কয়েকজনকেও রেখেছে। আমরা জানি, কয়েক বছর ধরে তারা বিশ্বের সেরা ওয়ানডে দল।’
ইংল্যান্ডে সর্বশেষ সীমিত ওভারের সিরিজে উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। দুই বছর আগে সেই সিরিজে ৫-০ ব্যবধানের হার দেখেছে অজিরা। এমনকি একমাত্র টি-টোয়েন্টিতেও হেরেছিল তারা। এদিকে গত বিশ্বকাপে বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। তবে এবার প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত বলে মনে করেন ল্যাঙ্গার।
‘দুই বছর আগে আমরা এখানে এসেছিলাম এবং ৫-০ ব্যাবধানে উড়ে গিয়েছিলাম। গত বছর এখানে এসে তিন ম্যাচের দুটিতে জিতেছিলাম, কিন্তু (বিশ্বকাপের) সেমি-ফাইনালে বড় ম্যাচটাতেই জিততে পারিনি। সামনে কি অপেক্ষা করছে, আমরা জানি এবং এর জন্য আমরা প্রস্তুত থাকব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ