বর্তমানে বিশ্ব ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছে ফুটবলের মহাতারকা মেসিকে নিয়ে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আর থাকবেন না আর্জেন্টিনা সুপারস্টার, এমন খবরে সরগরম বিশ্ব মিডিয়া। বার্সা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানসিটিতে যেতে চান মেসি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
তবে মেসিকে বার্সেলোনায় দেখতে চান রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। তার দাবি, বার্সেলোনা ও ক্যাম্প ন্যুর জন্য মেসির থাকা জরুরী।
রামোস ও মেসির মধ্যে মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হলেও পরস্পরের জন্য রয়েছে গভীর শ্রদ্ধা। মাঠের বাইরেও তাই। গণমাধ্যমে যখনই দুইজন কথা বলেছেন, প্রত্যেকেই সম্মান দেখিয়েছেন।
মেসি বার্সেলোনা ছাড়ছেন এমন খবরে নিশ্চয়ই পুড়ছেন রামোস! নয়তো নিজ থেকে আগ্রহ দেখিয়ে বলতেন না, ‘মেসির বার্সেলোনায় থাকা উচিত।’ কেন বললেন এমন কথা?
স্পেনের জাতীয় লিগ ম্যাচের আগে রামোস বলেন, ‘দল পরিবর্তনের পূর্ণ স্বাধীনতা মেসির রয়েছে। শুধু মেসিই নয় আমাদের সবার সেই স্বাধীনতা রয়েছে। তবে আমরা চাই সে এখানেই থাকুক। বার্সোলানায় থাকুক। আমরা সকলেই চাই সেরা খেলোয়াড়রা আমাদের লিগে খেলুক।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ