আয়াক্স থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ডাচ মিডফিল্ডার ডোনি ফন ডি ভিকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই চুক্তিতে আরও ৫ মিলিয়ন পাউন্ড যোগ করা হবে পরে।
ইউনাইটেডের সঙ্গে চুক্তির পর ডি ভিক বলেন, ‘আমি বলে বুঝাতে পারবো না এমন এক ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য কতটুকু অবিশ্বাস্য সুযোগের।’
২৩ বছর বয়সী তারকা আয়াক্সের জার্সিতে ১৭৫ ম্যাচে করেছেন ৪১ গোল। ২০১৮/১৯ মৌসুমে নজরকাড়া পারফর্ম্যান্সে ডাচ ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন ডি ভিক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ