পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো সেঞ্চুরির দ্বারপ্রান্তে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জাতীয় দলের জার্সি গায়ে আর একবার বল জালে জড়ালেই গোলের সেঞ্চুরি হাঁকাবেন। তবে অপেক্ষা বাড়লো এই নক্ষত্রের।
উয়েফা নেশন্স লিগে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। ইনজুরির কারণে এই ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো। ফলে আজকের ম্যাচে এই মাইলফলক ছোঁয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে এই ফটবল তারকার।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে লিসবনে অনুশীলন করছিল কোচ ফার্নান্দো স্যান্তোসের দল। তবে দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। এই পর্তুগিজ ফুটবলার ডান পায়ের আঙুলে সংক্রমণের শিকার হয়েছেন। ইতিমধ্যে তাকে অ্যান্টি বায়োটিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সুস্থ হতে কত দিন লাগবে সে বিষয়ে কিছু নিশ্চিত জানায়নি এফপিএফ।
উল্লেখ্য, পর্তুগালের জার্সি গায়ে রোনালদো ১৬৪ ম্যাচে করেছেন ৯৯ গোল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ