উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসর জয় শুরু দিয়ে করেছে নেদারল্যান্ডস। শুক্রবার পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে প্রথম আসরের রানার্সআপরা।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও পোল্যান্ড।
ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় ডাচরা। সতীর্থের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন উইঙ্গার স্তেভেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ