রোনাল্ড কোম্যান পরবর্তী অধ্যায়ে প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করল নেদারল্যান্ড। উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ডিক অ্যাডভোকেট দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এরপর থেকে কোম্যানের প্রশিক্ষণে নেদারল্যান্ড চেনা ছন্দে ফিরছিল। কিন্তু সম্প্রতি কোম্যান বার্সেলোনার দায়িত্ব গ্রহণ করায় সহকারী কোচ ডুইট লোডওয়েজেস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্যান ডাইকদের। অন্তর্বতীকালীন কোচের প্রথম ম্যাচে স্টিভেন বার্গুইনের গোলে পোল্যান্ডকে পরাজিত করল ডাচরা। আর কাতালোনিয়া থেকে ডাইকদের খেলা নজরে রাখলেন কোম্যান।
এমনকি ম্যাচ শেষে সহকারীকে অভিনন্দন জানাতেও ভোলেননি সদ্য সাবেক হওয়া কোম্যান। লোডওয়েজেস জানিয়েছেন, ম্যাচের পর মেসেজে আমাকে অভিনন্দন জানিয়েছেন কোম্যান। দ্বিতীয়ার্ধে ছেলেদের খেলার প্রশংসা করেছেন উনি। তাই উনাকে ধন্যবাদ।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া হয় নেদারল্যান্ডসের। কাছ থেকে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের শট লাগে পোস্টে। ডাচরা জয়সূচক গোলের দেখা পায় ৬১তম মিনিটে। সতীর্থের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন গত জানুয়ারিতে টটেনহ্যাম হটস্পারে নাম লেখানো উইঙ্গার স্তেভেন।
আগামীকাল সোমবার নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে আমস্টারডামে ইতালির বিরুদ্ধে মুখোমুখি হবে ডাচরা। আর ওই ম্যাচের পরেই কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে ডাচ ফুটবল। দৌড়ে প্রাথমিকভাবে লুইস ভ্যান গালের নাম পুনরায় ভেসে উঠলেও দৌড় থেকে ছিটকে গেছেন এই বর্ষীয়ান কোচ। অন্তর্বতীকালীন কোচ লোডওয়েজেসকেও পূর্ণসময়ের জন্য দায়িত্ব দেওয়া হবে বলে মনে হচ্ছে না। যদিও কোচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভার্জিল ভ্যান ডাইক। এমনকি ১৯৯৮ ফ্র্যাঙ্ক রাইকার্ডের পর লোডওয়েজেসই প্রথম জয় দিয়ে শুরু করলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ