২৯ অক্টোবর, ২০২০ ১৬:৫৪

আমাদের মৌসুমের সেরা খেলা: জুভেন্টাসকে হারিয়ে কোমান

অনলাইন ডেস্ক

আমাদের মৌসুমের সেরা খেলা: জুভেন্টাসকে হারিয়ে কোমান

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ম্যাচের শুরুতে উসমানে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়া, আর শেষ সময়ে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোল। এই সাফল্যে আনন্দে ভাসছেন কোচ রোনাল্ড কোমান। মঙ্গলবার জুভেন্টাসের মাঠে ২-০ গোলে জয়ের পর তিনি বলেছেন, এটা ছিল বার্সার মৌসুম সেরা খেলা।

জুভেন্টাসকে হারানোর পর কোমান সাংবাদিকদের বলেছেন, ‘এটা ছিল এই মৌসুমে আমাদের সেরা খেলা। একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দলের বিপক্ষে এটা বড় জয়।’

ডাচ কোচ আরও বলেছেন, ‘রক্ষণে আমি তিনজনকে খেলাতে চেয়েছিলাম, মাঝমাঠে থেকে আরও একজন বাড়তি খেলোয়াড়কে ফরোয়ার্ডে রাখার জন্য। তাতে আমরা আরও বেশি গোলের সুযোগ তৈরি করেছিলাম এবং খোলামেলা কথা হচ্ছে, আমাদের আরও আগেই ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল।’

দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করে কোচ বলেছেন, ‘আমরা যেমনটা খেললাম এবং ফল পেলাম তাতে আমি খুব সন্তুষ্ট, বিশেষ করে আমার দল যে দৃঢ়তা দেখিয়েছে।’ পুরো ম্যাচ জুড়ে বার্সার দাপট ছিল। জুভের চেয়ে ২২৭টি বেশি পাস তারা খেলেছে এবং বল দখলে ছিল ৫৯ শতাংশ। 

৯৪.৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন সার্জি রবার্তো। এমন পারফরম্যান্সের জন্য অধীর হয়ে ছিল দল, জানালেন তিনি, ‘আমরা এমন বার্সেলোনাকে চাই, যারা ম্যাচে দাপট দেখাবে, যারা বল দখলে রাখবে এবং রক্ষণেও দারুণ। আমরা সেই পথে যাচ্ছি। দুই ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এটা শুধু দুই গোলে জয় নয়, আরও অনেক বেশি কিছু।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর