সম্প্রতি মাত্র ৩২ বছর বয়সেই ইউএফসির মঞ্চ থেকে অবসরের ঘোষণা দেওয়া খাবিব একজন রাশিয়ান মুসলিম। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারও হারের তেতো স্বাদ না পাওয়ার অনন্য রেকর্ডের মালিক খাবিব সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাক্রোঁর বিরুদ্ধে 'বিশ্বের মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মান জানানো'র অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাক্রোঁর মুখের ওপর জুতোর ছাপযুক্ত একটি ছবি পোস্ট করে খাবিব লিখেছেন, 'আমরা মুসলমান। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-কে আমাদের মা, বাবা, সন্তান, স্ত্রী এবং আমাদের সব আপনজনদের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, এসব উসকানিমূলক আচরণের জবাব তারা পাবে, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাসধারীদেরই জয় হয়। '
বিডি-প্রতিদিন/শফিক