বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে ফরচুন বরিশাল। দলটির নেতৃত্বে থাকছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
আজ শনিবার সকালে মিরপুরে বিসিবির একাডেমির ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে ফরচুন বরিশাল দল। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানালেন, তিনি বরিশালের ভাষা শিখতে চান।
আজ মিরপুরে শের-ই-বাংলায় তামিম সাংবাদিকদের বলেন, 'বরিশালের ভাষা শেখার চেষ্টা করব। আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না। এটা ভালো যে বরিশাল আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে। গত দু-তিন মৌসুম তো তারা বিপিএলে ছিল না। দলটির অনেক ভক্ত-সমর্থক আছে। চেষ্টা করব তাদের কিছু আনন্দ উপহার দিতে।'
এর আগে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়ে অনিচ্ছায় উর্দুতে কথা বলেছিলেন তামিম। তবে বলেছিলেন, বিসিবি তাকে উর্দুতে কথা বলতে নিষেধ করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ