২৮ নভেম্বর, ২০২০ ১৪:৩১

অনন্য কীর্তি, দ্রুততম পাঁচ হাজারে ওয়ার্নারের পরে ফিঞ্চ

অনলাইন ডেস্ক

অনন্য কীর্তি, দ্রুততম পাঁচ হাজারে ওয়ার্নারের পরে ফিঞ্চ

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। দ্বিতীয় দ্রুততম অস্ট্রেলিয়ান হিসেবে শুক্রবার এই ক্লাবে নাম লিখলেন ৩৪ বছর বয়সী ওপেনার।

সিডনিতে ব্যাটিংয়ে নামার আগে এই মাইলফলক থেকে ১৭ রান দূরে ছিলেন ফিঞ্চ। ষষ্ঠ ওভারে যশপ্রীত বুমরার পঞ্চম বলে মিড অন দিয়ে সিঙ্গেল নিয়ে তা ছুঁয়ে ফেলেন। ফিঞ্চ টপকে গেছেন ১২৮ ইনিংসে পাঁচ হাজার ওয়ানডে রান করা প্রয়াত ডিন জোন্সকে। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের লেগেছে ১২৬ ইনিংস।

ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে পাঁচ হাজারি ক্লাবে পৌঁছান। এই বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ১১৫তম ইনিংসে মাইলফলক ছোঁন এই ওপেনার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই অর্জনে সবার উপরে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ১০১ ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন তিনি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর